গোপনে মহিলাদের অশ্লীল ভিডিও বানানোর চেষ্টা ফাঁস

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর ২০২৪ : শৌচাগারে মহিলা চিকিৎসকের গোপনে অশ্লীল ভিডিও বানানোর চেষ্টা। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে হাসপাতালের কর্মীরা। ঘটনাটি রাজধানী দিল্লির। কলকাতার আর জি করের ডাক্তারের ধর্ষণ-হত্যা জ্বলন্ত উদাহরণ থাকা সত্যেও ও দিল্লির সরকারি হাসপাতালেই নারী চিকিৎসকের সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা।

জানা গেছে, বৃহস্পতিবার দিল্লির জাফরপুর কালানে অবস্থিত একটি সরকারি হাসপাতালে এ গোপনে বানানো হলো তার অশ্লীল ভিডিও। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন ওই চিকিৎসক। এদিন এক নারী চিকিৎসক বাথরুমে গিয়েছিলেন। হঠাৎ তিনি মোবাইলের রিং টোনের শব্দ শুনতে পান। চমকে ওঠেন তিনি।

তাকিয়ে দেখেন বাথরুমের জানালা দিয়ে ফোন ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ওই নারী চিকিৎসক। হাসপাতালের কর্মীরা ছুটে আসে। জানা যায়, এক যুবক গোপনে নারীদের ভিডিও রেকর্ড করছিলেন। জানাজানি হতেই অভিযুক্তকে খুঁজে বের করেন হাসপাতালের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই যুবককে আটক করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইলটি। ফরেন্সিক পরীক্ষার জন্য তা পাঠানো হয়।