বিয়ের আগে আলিয়ার সঙ্গে ফ্লার্ট করতেন রণবীর

অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৪: দীর্ঘ ১৭ বছরের বলিউড ক্যারিয়ারে বিভিন্ন ছবিতে অভিনয় করে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। দর্শকদের মনে ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন রণবীর কাপুর।

বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে। এক প্রতিবেদনে জানা যায়, বিয়ের আগে যেভাবে ১২ বছরের ছোট আলিয়ার সঙ্গে ফ্লার্ট করতেন রণবীর। আলিয়ার বয়স যখন ৯ বছর সে সময় একটি ফটোশুট করতে গিয়েছিলেন।

সেই ফটোশুটে আলিয়ার সঙ্গে প্রথম দেখা হয় রণবীর কাপুরের। রণবীরকে দেখে ৯ বছরের আলিয়ার মনে হয়েছিল, তাদের মধ্যে কোনও না কোনও কানেকশন নিশ্চয়ই আছে।

একদিন হঠাৎ একটি ছবির শুটিং-এর ফাঁকে আলিয়া খোলা গলায় গান করছিলেন। তখন আলিয়ার মনে রণবীরের জন্য মুগ্ধতা ছাড়া কিছুই নেই। একটি টকশোতে এসে রণবীর নিজেই বলেছিলেন, আমিই প্রথম আলিয়ার সঙ্গে ফ্লার্ট করেছিলাম।

এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন আলিয়া। যখন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি নিয়ে রণবীরের দীর্ঘ আলোচনা চলছিল।

এমন পরিস্থিতিতে আলিয়া ভাটকে কাস্ট করা হল নায়িকার চরিত্রে। সেই প্রথম আলিয়ার সঙ্গে অন্য সুর বাজে রণবীরের হৃদয়ে। ছবি মুক্তির আগেই এ তারকা দম্পতি বিয়ে করেন।