অভিনেত্রীর বাড়িতে চলে গেলেন যুবক, দিলেন বিয়ের প্রস্তাব

অনলাইন ডেস্ক, ১১ অগাস্ট, ২০২৪: চলতি মাসেই বাগদান শেষ করে ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। বিনোদন জগতের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।

শোভিতার সঙ্গে নাগার নতুন অধ্যায়ের সূচনায় যাকে নিয়ে আলোচনা নেটমহলে তিনি নাগার প্রথম স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এবার নাকি সম্বন্ধ এল সামান্থার জন্য।

অভিনেত্রীর বাড়িতে চলে গেলেন যুবক! এক যুবক, যিনি নিজেকে সামান্থার অনুরাগী বলে দাবি করেন, তিনি সরাসরি সামান্থাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। রীতিমতো সামান্থার হায়দরাবাদের বাড়ির জিমে ঢুকে সামান্থাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

যদিও গোটাটাই ভিডিওর কারসাজি। অনুরাগী অভিনেত্রীর উদ্দেশে লেখেন, সামান্থা, তুমি চিন্তা করো না, আমি রয়েছি তোমার জন্য।

যদি সারা পৃথিবী সামান্থার বিপক্ষে যায়, আমি সেই পৃথিবীর বিপক্ষে যাব। অভিনব প্রস্তাব নজরে পড়ে সামান্থারও তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “আমি তো জিমটা দেখে মোটামুটি রাজি হয়েও গিয়েছিলাম।