অনলাইন ডেস্ক, ২ নভেম্বর, ২০২৪: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি পর্যবেক্ষক দল শনিবার সাব্রুম মহকুমায় আছে। এই প্রতিনিধি দলে ছিলেন চিকিৎসক প্রাঞ্জল প্রতিম গগৈ ও চিকিৎসক বিরাজ চন্দ্র পাল।
কেন্দ্রীয় এই দলটি সাব্রুম এর বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আয়ুষ্মান আরোগ্য মন্দির বিকে পল্লী আরবান হেলথ সেন্টারে যায়। সবার জন্য স্বাস্থ্য, এই মূল স্লোগানটি কতটুকু প্যারামিটার আনতে পেরেছে তা পর্যবেক্ষণ করেন তারা।
দক্ষিণ জেলা থেকে এই সাব সেন্টারটি কে কেন্দ্রীয় সরকারের পুরস্কারের জন্য উপযুক্ত হিসেবে বাছাই করে করে নেওয়া হয়েছে। এই সাব সেন্টারের সিএইচও এবং আশা কর্মীদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। সঙ্গে ছিলেন চিকিৎসক বিতান সেনগুপ্ত, সৌমিক হাজরা এবং আলোক দাস।