অনলাইন ডেস্ক, ২ নভেম্বর, ২০২৪: দেশে এবং রাজ্যে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তুলে সংহতি পদযাত্রার আয়োজন করেছে কংগ্রেস। গত ৩১ অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে ঘোষণা দেওয়া হয়েছিল সংহতি পদযাত্রা আয়োজন করার।
আগামী ১৯ নভেম্বর প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্ম দিবস পর্যন্ত চলবে এই সংহতি পদযাত্রা। রাজ্যের সাতটি ব্লকে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নয়টি জেলার উদ্যোগে এই সংহতি পদযাত্রা আয়োজিত হবে। এরই অঙ্গ হিসেবে শনিবার বিকেলের সংহতি পদযাত্রার আয়োজন করে সদর জেলা কংগ্রেস। শনিবার দুপুরে দুর্গা চৌমুহনী থানার সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা।
বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেসের নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকেরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন দুজনেই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তোলেন। দুজনেরই বক্তব্য ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে ঘৃণার বীজ বপন করে চলেছে।
কেড়ে নিতে চলেছে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার। বিভাজনের মধ্য দিয়ে বিষাক্ত করে তুলতে চাইছে পরিবেশ। যার কারণে সাধারণ মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের পরামর্শ ক্রমেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যজুড়ে হবে এই সংহতি পদযাত্রা। এই পদযাত্রা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।