অর্থের জন্য ছেলের হাতে খুন পিতা

অনলাইন ডেস্ক,০৩ নভেম্বর, ২০২৪: রাজধানীর যোগেন্দ্র নগর এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির নাম কাজল দাস। বয়স ৬১।

শনিবার রাতে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় কলেজটিলা ফাঁড়ির পুলিশকে। সাথে সাথে সদর মহকুমার পুলিশ আধিকারিক এবং পূর্ব আগরতলা থানার পুলিশ ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

খবর দেওয়া হয় ফরেন্সিক টিম এবং ড্রগ স্কোয়ার্ডকে। তারা ঘটনাস্থলে এসে তদন্তে হাত লাগায়। স্থানীয়রা অভিযোগ তুলে জমি এবং অর্থের জন্য কাজল দাসকে খুন করেছে তার ছেলে অগ্রজিৎ দাস।

পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অগ্রজিৎ -কে গ্রেফতার করেছে। পুলিশ জানায় তদন্তের স্বার্থে কোন কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ লক্ষ্য করেছে মৃত ব্যক্তির মাথা সহ শরীরে বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা খুন। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Recent Posts