মকর সংক্রান্তি, উত্তরায়ণ এবং মাঘ বিহু উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারী, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মকর সংক্রান্তি, উত্তরায়ণ এবং মাঘ বিহু উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সমস্ত দেশবাসীকে মকর সংক্রান্তি উপলক্ষে শুভেচ্ছা জানাই।

সূর্যকে সমর্পণ করার উৎসব উত্তরায়ণ আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও নতুন উৎসাহের সঞ্চার করুক।”
“મકરસંક્રાંતિ અને ઉત્તરાયણનો આ પવિત્ર તહેવાર આપ સૌના જીવનમાં નવો ઉત્સાહ, ઉમંગ અને સમૃદ્ધિ લાવે એવી અભ્યર્થના….!!!
মাঘ বিহু উপলক্ষে শুভেচ্ছা!

আমরা প্রকৃতির প্রাচুর্যতা, ফসল উৎপাদনের আনন্দ এবং ভ্রাতৃত্ববোধের চেতনা উদযাপন করি। এই উৎসব সুখ ও ভ্রাতৃত্ববোধের চেতনাকে আরও সমৃদ্ধ করুক।”

Recent Posts