অনলাইন ডেস্ক,১১ জুন, ২০২৪: কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী হিসেবে আজ সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী শিবরাজ সিং চৌহান। এই উপলক্ষে সংবাদমাধ্যমকে শ্রী চৌহান বলেন, তিনি এটা জানাতে পেরে আনন্দিত যে গতকাল প্রধানমন্ত্রী প্রথম সিদ্ধান্ত নিয়েছেন কৃষক স্বার্থে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার যে অঙ্গীকার গ্রহণ করেছেন, তা পূরণের সবরকম চেষ্টা চলছে।
সরকার কৃষক স্বার্থে সম্ভাব্য সবরকম পদক্ষেপ গ্রহণ করবে। মন্ত্রী বলেন, এনডিএ সরকার গত ১০ বছর ধরেই কৃষক স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মন্ত্রক এই লক্ষ্য পূরণে কাজ চালিয়ে যাবে।
দায়িত্বভার গ্রহণের পর মন্ত্রী মন্ত্রকের বিভিন্ন অফিস ঘুরে দেখেন এবং বিভিন্ন স্তরের কর্মী ও সাফাইকর্মীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। তিনি সকলকে সরকারের লক্ষ্য পূরণে ও কৃষক স্বার্থে একযোগে এক অপরের সহায়তা করে একটি দল হিসেবে কাজ করার আহ্বান জানান।
তিনি মন্ত্রকের নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সুসংহত কৃষি কম্যান্ড ঘুরে দেখেন। দেশে বর্তমানে কৃষিক্ষেত্রের পরিস্থিতি, শস্য উৎপাদন ও খরা মোকাবিলার বিভিন্ন পদক্ষেপও পর্যালোচনা করেন।
কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী এরপর মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন। মন্ত্রকের কাজকর্মে স্বচ্ছতা আনার ওপর জোর দেন তিনি। কৃষকদের উন্নয়নে সরকারের যে ইস্তেহার রয়েছে, তা পূর্ণ করতে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। শ্রী চৌহান জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একজন দূরদর্শী নেতা।
ইস্তেহারে বর্ণিত লক্ষ্য পূরণে যথাযথ পথদিশা অনুযায়ী কাজ করার জন্য তিনি তাঁর আধিকারিকদের বলেন। মন্ত্রী বলেন, ‘অন্নদাতা’দের জীবনযাত্রার মানোন্নয়ন মন্ত্রকের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রী রামনাথ ঠাকুর এবং শ্রী ভগীরথ চৌধুরি। মন্ত্রকের সচিব শ্রী মনোজ আহুজা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা মন্ত্রীদের স্বাগত জানান।
pib