ধলেশ্বর এলাকায় সব্জি বিক্রিতার মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক, ২৩ জুন, ২০২৪: জঙ্গল থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ। জানা যায়, রাজধানী আগরতলার ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকায় মৃত বৃদ্ধের নাম চিত্তরঞ্জন দাস(৭০)। বাড়ি আমবাসায়।

তিনি ধলেশ্বর এলাকায় সবজি বিক্রি করতেন। বাড়ি আমবাসায় হলেও দুই ছেলে চন্দ্রপুর এলাকায় ভাড়া থাকেন। কিন্তু তিনি জেল রোড এলাকায় কোয়ার্টারের মধ্যে থাকতেন। তিনি মাঝে মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন।

অন্যান্য দিনের মতো লতাপাতা সংগ্রহ করতে তিনি দুপুরবেলা জঙ্গলে প্রবেশ করেছিলেন বলে ধারণা স্থানীয়দের। পরে বিকাল বেলা স্থানীয়দের চোখে পড়ে তিনি মৃত অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Recent Posts