প্রায় ৬০০ কোটি রুপি ব্যয়ে তৈরি কল্কি ২৮৯৮ এডি

অনলাইন ডেস্ক, ২৪ জুন, ২০২৪: প্রায় ৬০০ কোটি রুপি ব্যয়ে তৈরি কল্কি ২৮৯৮ এডি ছবিটি দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসন, প্রভাস, দীপিকা পাড়ুকোন-সহ একঝাঁক তারকা।

চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নাগ অশ্বিন পরিচালিত এই ছবি। সম্প্রতি প্রচারের উদ্দেশ্যে আয়োজিত একটি আলোচনাচক্রে যোগ দেন এই ছবির অভিনেতারা। সেখানে ছবির শুরুর দিকের বিভিন্ন ঘটনার উপরে আলোকপাত করেন অমিতাভ।

ছবিমুক্তির আগে হঠাৎই প্রভাসের অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বিগ বি। বিগ বি বলেন, নাগ যখন আমার কাছে প্রস্তাব নিয়ে আসে তখন ওর কাছে আমার এবং প্রভাসের চরিত্রের স্কেচ ছিল।

এরই সঙ্গে অমিতাভ জানান, ছবিতে প্রভাসের সঙ্গে তার প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। সেখানে অমিতাভ নাকি প্রভাসকে প্রচণ্ড মারছেন। অমিতাভের কথায় প্রভাসের অনুরাগীরা দয়া করে আমাকে মাফ করবেন। আমি হাতজোড় করে ক্ষমা চাইছি।

ছবিতে আমি যা করেছি, সেটা দেখার পর আমার উপর রেগে যাবেন না। এই ছবিতে ভৈরবের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। অন্য দিকে, অমিতাভকে দেখা যাবে অশ্বত্থামার চরিত্রে।