অনলাইন ডেস্ক, ২৪ জুন, ২০২৪: শুক্রবার দুপুরে পানিসাগর থানার অন্তর্গত উপ্তাখালি ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সুজিত চক্রবর্তীর মা জোৎস্না চক্রবর্তী। বয়স ৭৫ বছর। পরিবারের লোকদের উপর অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয়ে যান।
তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। জোৎস্না চক্রবর্তীর ছেলে সুজিত চক্রবর্তী সহ এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজির পরও জোস্না চক্রবর্তীর কোন হদিশ পান নি। রবিবার সুজিত চক্রবর্তী পানিসাগর থানায় মিসিং ডায়েরি করেন।
এরই মধ্যে সোমবার সকালে উপ্তাখালি ৩ নং ওয়ার্ডের লোকজন লক্ষ্য করে রাস্তার পাশে এক মহিলার অর্ধ পচা মৃতদেহ পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে এলাকায় এই খবর ছড়িয়ে পরে। ঘটনাস্থলে ছুটে আসে সুজিত চক্রবর্তী।
সুজিত চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করে। সুজিত চক্রবর্তী জানায় এই মৃতদেহ তার মায়ের। সুজিত চক্রবর্তী জানায় দুপুরে জোস্না চক্রবর্তী নিজ বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পানিসাগর থানার এক পুলিশ অফিসার জানান মৃতদেহটি শনাক্ত করেছে মৃত মহিলার ছেলে। মৃত মহিলা থেকে নিখোঁজ ছিলেন।
মৃত মহিলার ছেলে সুজিত চক্রবর্তী রবিবার বিকালে পানিসাগর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। মৃতদেহের পচন শুরু হয়ে যাওয়ার কারনে ঘটনাস্থলে মৃতদেহ ময়না তদন্তের উদ্যোগ গ্রহণ করা হয়।
ডিসিএম-এর উপস্থিতিতে ঘটনাস্থলে মৃতদেহের ময়না তদন্ত করেছেন চিকিৎসক। পরবর্তী সময় মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।