অনলাইন ডেস্ক, ২৩ জুলাই, ২০২৪: মঙ্গলবার সাত সকালে তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ীর থাঙ্গনাই বাজার এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা। এতে আহত হয় পাঁচ জন। আহতরা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা যায় সকালে হাওয়াই বাড়ি থেকে বাজাজ ম্যাক্সিমো যাত্রীবাহী গাড়িটি যাত্রী নিয়ে হাওয়াই বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় থাঙ্গনাই বাজার এলাকায় ছয় চাকার একটি লড়ি যাত্রীবাহী গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে।
স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল কর্মীরদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ম্যাক্সিমো গাড়ির চালক জানান ওনার গাড়ির পিছন দিক থেকে একটি ছয় চাকার লড়ি ধাক্কা মারে। এতে করে আহত হয়েছে মোট ৫ জন। ছয় চাকার লড়িটিকে আটক করেছে স্থানীয় জনগণ।