অনলাইন ডেস্ক, ২৫ জুলাই, ২০২৪ : পার্লামেন্ট অধিবেশনের তৃতীয় দিন সাংসদ বিপ্লব কুমার দেব সোচ্চার হয়েছেন ত্রিপুরার এম.বি.বি বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর রূপে ঘোষণা করার জন্য। কারণ রাজ্যবাসীর দীর্ঘদিনের দাবি এমবিবি বিমান বন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য। তার জন্য পর্যাপ্ত পরিষেবা রয়েছে বিমানবন্দরে।
যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবে। তাই এ বিষয়টি নিয়ে পার্লামেন্ট অধিবেশনে মুখ খুলেছেন বিপ্লব কুমার দেব। রাজ্যবাসীর স্বার্থে তিনি বলেছেন ত্রিপুরার একমাত্র বিমানবন্দর এমবিবি বিমানবন্দর। এটি রাজ্যের প্রবেশপথ বলা চলে। ২০২২ সালের ৪ জানুয়ারি বিমানবন্দরের নয়া টার্মিনাল ভবনটি উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা।
তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হচ্ছে অবিলম্বে এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার জন্য। এর পাশাপাশি ইমিগ্রেশন চেকপোষ্টের সূচনা করার বিষয় নিয়েও দাবি জানিয়েছেন বিপ্লব কুমার দেব।