প্রয়াত সুপারস্টার বাংলো ভেঙে নির্মিত করা হচ্ছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

অনলাইন ডেস্ক, ২৭ জুলাই, ২০২৪: প্রয়াত সুপারস্টার দিলীপ কুমারের বাংলো ভেঙে নির্মিত করা হচ্ছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। ভারতের প্রথম সুপারস্টার দিলীপ কুমারের বান্দ্রা। ৯,৫২৭,২১ স্কয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই অ্য়াপার্টমেন্ট। ৯, ১০ এবং ১১ তলা জুড়ে রয়েছে ট্রিপলেক্স।

আসার গ্রুপ নামে এক সংস্থা বিলাসবহুল আবাসিক তৈরির জন্যঅভিনেতার পালি হিলের বাংলো কিনে নিয়েছিলো। যার মোট বাজেট ছিল ৯০০ কোটি রুপি।

এই বিলাসবহুল আবাসিকের একেবারে গ্রাউন্ড ফ্লোরে দিলীপ কুমারের নামে একটি মিউজিয়ামও তৈরি হবে বলে জানা গেছে। বছর তিনেক আগেই অনুরাগীদের কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন দিলীপ কুমার।