বিশ্ব হেপাটাইটিস দিবস, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে : মেয়র

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৪: ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এ উপলক্ষে রবিবার সকালে আগরতলা শহরে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতন মূলক শোভাযাত্রার আয়োজন করা হয়।

হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্যী, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ফাউন্ডার ডাঃ প্রদীপ ভৌমিক, স্বাস্থ্য অধিকতা সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা।

আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, প্রতিবছর ১.৩ মিলিয়ন মানুষের মৃত্যু হয় হেপাটাইটিস সংক্রমিত হয়ে। এবং বছরে হেপাটাইটিস সংক্রমিত হয় ২.২ মিলিয়ন মানুষ।

তাই এই রোগ সম্পর্কে মানুষকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। সেদিকে গুরুত্ব দিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন হেপাটাইটিস বি -র কারণে সবচেয়ে বেশি লিভার জনিত রোগ হয়ে থাকে।

এদিনের অনুষ্ঠান থেকে মেয়র আরও দাবি করেন, আগে মানুষকে জটিল রোগের চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হয়েছে। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে।

চিকিৎসা পরিষেবার জন্য এখন আর রাজ্যের বাইরে যেতে হয় না রোগীদের। কিডনি প্রতিস্থাপন সহ বিভিন্ন জটিল সার্জারি রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে হয়।

এই উন্নত পরিষ্কার গুলি চালু হয়েছে দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী এবং সরকারের আন্তরিক প্রচেষ্টায়। তিনি আরো বলেন, বিগত দিনে জটিল রোগ গুলি চিকিৎসা না হওয়ার পেছনে মূলত কারণ ছিল উন্নত পরিকাঠামো ছিল না বিগত সরকারের আমলে।

কিন্তু বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা আরো বেশি উন্নত করার বলে জানান তিনি।