রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

অনলাইন ডেস্ক, 28 জুলাই 2024: রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, রোটারি বিভাগ -১৬ এর এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ডা. অচিন্ত্য ভট্টাচার্য, আগরতলা সিটি রোটারি ক্লাবের বর্তমান সভাপতি নিহার রঞ্জন দাস, সম্পাদক আশিস সেন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এইদিন বেশ কয়েকজনের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন সরকারের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া।

ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে সকলের সহযোগিতা প্রয়োজন। না পাড়ার কোন কিছু নেই। পরিশ্রম করলে আর চেষ্টা করলে যে কোন কাজে সফলতা পাওয়া যায়। এতে ১৫ টি উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ ধরনের অনুষ্ঠান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কারণ সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে সারা বছর রোটারি ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তারা।