তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হলেন ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা

অনলাইন ডেস্ক, 28 জুলাই 2024: তেলেঙ্গানার রাজ্যপাল হলেন ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এর আগে ত্রিপুরা থেকে কখনো কেউ রাজ্যপাল হয়নি। ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্য থেকে প্রথমবার রাজ্যপাল হয়েছেন যীষ্ণু দেববর্মা।

তিনি রাজ্যপাল হওয়ার সুযোগ পেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যপাল যীষ্ণু দেববর্মাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

জানা যায়, আগামী কয়েকদিনের মধ্যেই তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্তি পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যীষ্ণু দেববর্মা বলেন স্বাধীনতার পর এই প্রথম ত্রিপুরা রাজ্য থেকে তিনি রাজ্যপাল হয়েছেন।

তাই তিনি দেশের রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী সর্বদা ত্রিপুরা রাজ্যের জন্য ভাবেন। যীষ্ণু দেববর্মা আরও জানান দায়িত্ব পাওয়া বড় বিষয় নয়। কাজ করা বড় বিষয়।

রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ। তাই রাজ্যপাল হিসাবে সংবিধান মেনে তিনি কাজ করবেন। তিনি আরও জানান অন্য রাজ্যের রাজ্যপাল হলেও তিনি সুযোগ পেলে ত্রিপুরার জন্য কাজ করবেন।

প্রসঙ্গত, যীষ্ণু দেববর্মা রাজ্য বিজেপি -র অন্যতম পরিস্থিতি মুখ। ২০১৮ সালে চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি হয়ে জয়ী হয়েছিলেন। তারপর তিনি উপমুখ্যমন্ত্রী আসনে বসে দীর্ঘ পাঁচ বছর রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন।

কিন্তু দুর্ভাগ্যবশত ২০২৩ বিধানসভা নির্বাচনে একই বিধানসভা কেন্দ্রের ত্রিমুখী লড়াইয়ে তিপরা মথার সুবোধ দেববর্মার কাছে পরাজিত হন যীষ্ণু দেববর্মা। তারপর থেকে রাজনৈতিক ময়দানে তেমন আর দেখা যায়নি আদি বিজেপি নেতা শ্রী দেববর্মাকে।

কিন্তু তারপরেও দলের হাই কমান্ডের কাছে কোন অংশে গুরুত্বপূর্ণ কমেনি যীষ্ণু দেববর্মার। শনিবার রাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সিলমোহরে রাজ্যপাল হিসেবে নাম ঘোষণা হয় ত্রিপুরার আদি বিজেপি নেতা যীষ্ণু দেববর্মার।

তারপর রাজ্য রাজনীতিতে একদিকে যেমন খুশির হাওয়া। অপরদিকে প্রশ্ন তাহলে কি রাজ্য রাজনীতি থেকে যীষ্ণু কর্তাকে এবার সরিয়ে নেওয়া হলো? তবে দলের তৃণমূল স্তর পর্যন্ত যীষ্ণু কর্তার স্বচ্ছ ভাবমূর্তি অনেক পছন্দের।

কারণ শিক্ষিত এবং নমনীয়তা মানুষের কাছে অনেক বেশি পছন্দের তিনি। অপরদিকে সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুরকে।

অন্যদিকে এতদিন সিকিমের রাজ্যপাল থাকা লক্ষ্মণপ্রসাদ আচার্যকে এবার করা হল অসমের রাজ্যপাল। পাশাপাশি তিনিই সামলাবেন মণিপুরের রাজ্যপালের দায়িত্বও।

প্রসঙ্গত, এবছরের ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপাল ছিলেন অনুসুইয়া উইকে। অন্যদিকে এতদিন অসমের রাজ্যপালের দায়িত্বে থাকা গুলাবচাঁদ কাটারিয়াকে এবার করা হল পাঞ্জাবের রাজ্যপাল।

পাঞ্জাবের দায়িত্বে থাকা বনওয়ারিলাল পুরোহিত ইস্তফা দেওয়াতেই এই সিদ্ধান্ত। তবে গুলাবচাঁদ কেবল পাঞ্জাবের নয়, সামলাবেন কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও।

মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল করা হয়েছে সিপি রাধাকৃষ্ণাণকে। সেরাজ্যের দায়িত্ব থেকে সরানো হল রমেশ বৈসকে। রাধাকৃষ্ণ এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন।

এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির লেফটেন্য়ান্ট গভর্নর হয়েছেন কে কৈলাসনাথ। ছত্তিশগড়ের রাজ্যপাল হয়েছেন রেমন ডেকা। মেঘালয়ের প্রশাসকের দায়িত্বে কর্নাটকের প্রাক্তন সাংসদ সিএইচ বিজয়শংকর।

রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে হরিভাউ কিষাণরাও বাগদেকে। তিনি মহারাষ্ট্রের বর্ষীয়ান বিজেপি নেতা। এতদিন মরুরাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন কালরাজ মিশ্র।