অনলাইন ডেস্ক, 28 জুলাই 2024: কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রচারের যোগ দিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যে রাজ্যে ঘোরে এই প্রচারে গুরুত্ব দিচ্ছেন। রবিবার রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রকের মন্ত্রী জুয়েল ওরাম। এদিন বিকেলে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম ভারত সরকারের বিভিন্ন প্রকল্প গুলো তুলে ধরেন।
জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই নিজেদের প্রদেশ ছেড়ে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন প্রদেশে গিয়ে কেন্দ্রীয় প্রকল্প গুলোর অগ্রগতি বিস্তারিত খতিয়ে দেখছেন। এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম কেন্দ্রীয় সরকারের বাজেটের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন।
তিনি বলেন এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের উপর। গুরুত্ব দেওয়া হয়েছে যুবক যুবতীদের উপরও। সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা সবার জন্য করা সম্ভব নয় বলেই সকলকে স্বরোজগারী করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।