দুই গাড়ির সংঘর্ষে গুরুতর ভাবে আহত হল ৪

অনলাইন ডেস্ক, 28 জুলাই 2024: যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হল ৪ জন। ঘটনা বিশালগড়ের রাস্তার মাথা এলাকায়। যাত্রীবাহী মারুতি ভ্যান গাড়ি ও মালবাহী গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত হয় চার জন্য।

আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহত এক মহিলা জানান ওনারা আমতলী থেকে মারুতি ভ্যান গাড়িতে করে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় যাওয়ার পর অপর দিক থেকে আসা একটি মালবাহী গাড়ি তাদের মারুতি ভ্যানটিতে ধাক্কা মারে। এতে মারুতি ভ্যানে থাকা চার যাত্রী গুরুতর ভাবে আহত হয়।

আহতদের দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আহতদের রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে।