অলিম্পিকে গিয়ে রাত্রিকালীন ভ্রমণ, ব্রাজিলিয়ান অ্যাথলেটকে পাঠানো হলো দেশে

অনলাইন ডেস্ক, ৩০ জুলাই 2024: ব্রাজিলের হয়ে সাঁতার ইভেন্টে অংশ নিতে প্যারিস গিয়েছিলেন আনা ক্যারোলিনা ভিয়েরা। আছেন ব্রাজিলের আরেক সাঁতারু গ্যাব্রিয়েল সান্তোস। এই দুজনের আছে প্রেমের সম্পর্ক।

প্যারিস অলিম্পিকে উদ্বোধনের পরই তারা বেরিয়েছিলেন নিজেদের মতো করে ঘুরতে।দুজনে রাত্রিকালীন ভ্রমণে গিয়েছিলেন গেমস ভিলেজের বাইরে। প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়াটাই কাল হলো ক্যারোলিনার জন্য।

অলিম্পিকে না খেলেই ফিরতে হলো ব্রাজিলে। অলিম্পিকে খেলতে যাওয়া যেকোনো ক্রীড়াবিদের জন্য বড় স্বপ্ন। অলিম্পিকে খেলতে পার করতে হয় বাছাইপর্বসহ নানা চড়াই-উতরাই।

অনেক ক্ষেত্রে অংশগ্রহণই প্রতিযোগীদের জন্য বড় হয়ে দাঁড়ায়। অলিম্পিক গেমস ভিলেজে ফিরে আসার পর দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সেই জিজ্ঞাসাবাদেই অলিম্পিকের কর্তাব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আনা ক্যারোলিনা। তার মনোভাব ছিল আগ্রাসী। বিষয়টি পছন্দ হয়নি কর্তৃপক্ষের। এরপরেই ক্যারোলিনকে প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ করা হয়। পাঠিয়ে দেয়া হয় নিজের দেশে।