অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৪: ল্যান্ড রেকর্ডস অ্যান্ড স্যাটেলমেন্ট দপ্তরের অধিকর্তার কার্যালয়ে আজ সকালে বনমহোৎসব উদযাপন করা হয়। বনমহোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে৷
দপ্তরের সচিব এবং অন্যান্য অতিথিগণ অফিস চত্বরে বিভিন্ন ফলের ১০টি চারাগাছ রোপণ করেন। বনমহোৎসব পালনের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে জৈব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্বের কথা তুলে ধরেন।
তিনি দপ্তরের কর্মীদের প্রতি আহ্বান জানান অন্তত ২টি করে বৃক্ষ রোপণ ও সেগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য। তিনি আশা প্রকাশ করেন পরিবেশ রক্ষায় দপ্তরের কর্মীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।