অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৪: বুধবার প্রদেশ ভবনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা উপস্থিত ছিলেন। তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতার করবে কংগ্রেস।
কারণ জেলার যে পাঁচটি ব্লক রয়েছে সেগুলোর মধ্যে শাসকদলের সন্ত্রাসের কারণে গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। প্রার্থীরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। পুলিশের সামনে ঘটনা ঘটলেও পুলিশ নিরব ছিল। শাসক দলের হয়ে কাজ করেছে পুলিশ।
কিন্তু জেলা পরিষদের যে কয়েকটি আসনে কংগ্রেস লড়াই করতে চলেছে সেই আসন গুলিতে যাতে তারা সঠিকভাবে লড়াই করতে পারে তার জন্য আজকে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে মাঠে নামার জন্য আহ্বান জানান কর্মীদের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিনের বৈঠকে আলোচনা হয় কিভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছাবে কংগ্রেস। বর্তমান সরকারকে চাপে ফেলতে পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত প্রয়োজন বলে মনে করে কংগ্রেস। তাই কোনভাবেই এই নির্বাচনকে হালকা ভাবে দেখছে না কংগ্রেস নেতৃত্ব। প্রতিটি আসন গুরুত্ব দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে জিলা পরিষদের আসনগুলিতে লড়াই করবে বলে জানান তিনি।