নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি জাতীয় সড়ক থেকে ছিটকে গিয়ে গাছে ঝুলে যায়

অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৪: আকন্ঠ মদ্যপান করে ফিল্মি কায়দায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ল এক গাড়ি চালক। ঘটনা চড়িলাম চেছড়িমাইল এলাকায়। ঘটনায় আহত হয়েছে গাড়িতে থাকা তিনজন।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি জাতীয় সড়ক থেকে ছিটকে গিয়ে গাছে ঝুলে যায়। বিকট শব্দ পেয়ে মানুষজন ছুটে আসে এবং দেখে গাড়িতে থাকা তিনজন নেশায় বুঁদ হয়ে আছে।

খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল ঘটনাস্থলে ছুটে আসে এবং মারুতি ওয়াগনার থেকে চালক সহ তিন জনকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

আহতদের নাম জয় শীল, বয়স ২২, অজয় পাল, বয়স ২৫ এবং সুদীপ্ত মজুমদার। টি আর ০১জি ৩৭৮৩ নম্বরের মারতি গাড়িটি উদয়পুর থেকে আগরতলার দিকে যাওয়ার সময় চেছুড়িমাই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান এলাকাবাসী।

তবে যদি এই দুর্ঘটনা দিনের বেলায় হতো তাহলে ব্যাপক হয় ক্ষতি হতো মানুষের। স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রতিদিন এভাবে দুর্ঘটনা বাড়ছে। পুলিশ প্রশাসনের তেমন কোনো ভূমিকা না থাকায় উম্মাদ হয়ে ছুটছে একাংশ গাড়ি চালকরা।