অনলাইন ডেস্ক, ০৩ অগাস্ট, ২০২৪: রাস্তার বেহাল দশার কারণে মানুষ চলাচল করতে পারছে না। এই দৃশ্যটি উঠে এসেছে আগরতলা শহর লাগোয়া বলদাখাল ব্রীজ সংলগ্ন পালপাড়া এলাকা থেকে। রাস্তার অবস্থা দেখে কপালে চোখ উঠার মত অবস্থা।
সংস্কারের অভাবে দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির ফলে রাস্তার মাঝে তৈরি হওয়া গর্তে জল জমে পুকুরের রূপ ধারন করেছে।
এই বেহাল রাস্তার কারনে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার সাধারন মানুষকে। স্থানীয়রা জানান এলাকার প্রধান মেম্বাররা এই বেহাল রাস্তা দিয়ে চলাচল করেন। কিন্তু রাস্তাটি সংস্কারের জন্য কেউ কোন উদ্যোগ গ্রহণ করে নি।
এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলের এই রাস্তার বিষয়ে অবগত রয়েছে। বহুবার জন প্রতিনিধিরা রাস্তাটি দেখে গেছেন। আশ্বাস দিয়েছেন দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।
দুই থেকে তিন বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এই বেহাল রাস্তায় অনেকে দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানান স্থানীয়রা। তবে ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার দৃশ্য বদলায় না। জনগণের প্রশ্ন কবে বদলাবে রাস্তায় এই দুর্দশা।
কবে তারা রাস্তা দিয়ে সঠিকভাবে হাঁটতে পারবে। কিন্তু এর জবাব দেওয়ার নেই কেউ। কিন্তু সময় ফুরালে ঘরের দরজায় এসে আবার দাঁড়াবে নেতা ভোট নিতে। তখন রাস্তা সংস্কার করার প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেবে আমজনতাকে।