মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট ২০২৪: এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় ১,৮৮৮ জন ছাত্রছাত্রী পাশ করেছে। পরীক্ষায় বসেছিল ২,৭৬৪ জন ছাত্রছাত্রী।

পরীক্ষায় পাশের হার ৬৮.৩ শতাংশ৷ কম্পার্টমেন্টাল পেয়েছে ৮৭৬ জন ছাত্রছাত্রী। তারা আগামী বছর কম্পার্টমেন্টাল পরীক্ষা দিতে পারবে৷

আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদের সভাপতি ড় ধনঞ্জয় গণচৌধুরী এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এবছর উচ্চমাধ্যমিকের বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে বছর বাঁচাও পরীক্ষায় পাশ করেছে ৩,৩৪৫ জন ছাত্রছাত্রী। পরীক্ষায় বসেছিল ৩,৮১৭ জন ছাত্রছাত্রী।

পরীক্ষায় পাশের হার ৮৭.৬ শতাংশ। কম্পার্টমেন্টাল পেয়েছে ৪৭২ জন ছাত্রছাত্রী। তারা আগামী বছর কম্পার্টমেন্টাল পরীক্ষা দিতে পারবে৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামীকাল থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষকগণ পর্ষদ থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট সংগ্রহ করতে পারবেন।

অফিল খোলার দিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মার্কশিট সংগ্রহ করা যাবে৷ সাংবাদিক সম্মেলনে পর্ষদের সচিব ড. দুলাল দেও উপস্থিত ছিলেন।