জিরানীয়া পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ত্রিস্তর পঞ্চায়েতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট ২০২৪: গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ত্রিস্তর পঞ্চায়েতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রামীণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়ন ও গ্রামীণ এলাকার পরিকাঠামোর উন্নয়নে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের ভূমিকাও অপরিসীম৷

আজ জিরানীয়া ব্লক কার্যালয় প্রাঙ্গণে জিরানীয়া পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন৷ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জিরানীয়া পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যা এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে স্বাগত জানান।

তিনি বলেন, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের শপথের মধ্য দিয়ে জিরানীয়া ব্লকে একটি গ্রামীণ সরকার আজ প্রতিষ্ঠিত হলো৷ জিরানীয়া ব্লকের মানুষের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে অনেক প্রত্যাশা থাকবে৷ তিনি আশা প্রকাশ করেন নবগঠিত পঞ্চায়েত সমিতি ব্লক এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সমর্থ হবে৷

শপথ গ্রহণ অনুষ্ঠানে জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে প্রীতম দেবনাথ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে রূপালি দাস শপথ গ্রহণ করেন। তাছাড়াও পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত ৯ জন সদস্য সদস্যাও শপথ নেন৷ তাদের শপথ বাক্য পাঠ করান ডেপুটি কালেক্টর নবকুমার জমাতিয়া৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা প্রমুখ।