চন্ডিপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট ২০২৪: চন্ডিপুর পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ আজ চন্ডিপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷ জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড এল হালাম তাদের শপথবাক্য পাঠ করান৷

পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণের পর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে স্বপ্না দাস পাল ও ভাইস চেয়ারম্যান হিসেবে বিনয় সিং মনোনীত হয়েছেন। জেলা পঞ্চায়েত আধিকারিক তাদেরও শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, উনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার, অতিরিক্ত বিডিও প্রসেনজিৎ ভৌমিক প্রমুখ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, সাম্প্রতিক বন্যায় যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই বিপন্ন মানুষদের পাশে থেকে তাদের সহায়তা করা নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাদের অন্যতম কর্তব্য।

তাছাড়া ক্ষতিগ্রস্ত কৃষি জমিকে চাষের উপযোগী করে তুলতেও তাদের উদ্যোগ নিতে হবে৷ তিনি বলেন, ত্রিস্তর পঞ্চায়েত হচ্ছে মানুষের কল্যাণে যে সমস্ত কর্মসূচি রূপায়িত হচ্ছে তা সঠিকভাবে বাস্তবায়ন করা। অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক বন্যায় রাজ্যে যারা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।