অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট ২০২৪: গত ২৮ আগস্ট পাথালিয়াবাড়ি পঞ্চায়েতে শপথ গ্রহণ কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শাস্তির মুখে গোলাঘাটি মন্ডল সাধারণ সম্পাদক সঞ্জিত দাস। তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠে। করে সে তার মা’কে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি তুলে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয়।
তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে শাসক দল বিজেপি। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশে তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। তিন দিনের মধ্যে জবাব না দিলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে দল।
উল্লেখ্য, সারা রাজ্যে বিজেপি -র প্রধান ও উপপ্রধান বাছাই নিয়ে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। গত ২৮ আগস্ট বিশালগড় ব্লকের পাথালিয়া পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় শাসকদলীয় কর্মী সমর্থকরা। সকাল সাতটা থেকে বিশালগড় ব্লকের অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে শাসকদলীয় কর্মী সমর্থকরা।
এদিন শাসক দলীয় কর্মী-সমর্থকরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ দলীয় নেতৃত্ব এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক বিহীন মেম্বার দেবশ্রী শীল ভৌমিককে পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচন করেন। শাসকদলীয় কর্মী সমর্থকরা দলের এই সিদ্ধান্তকে মানতে নারাজ ছিল।
তাদের অভিযোগ দেবশ্রী শীল ভৌমিক এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে মানুষের কোন সম্পর্ক নেই। কিন্তু ইচ্ছে ছিল অন্য কারণ। এবার দল মুখ খুলতে শুরু করেছে। এবং বিশেষ করে দলের কর্মীদের গত কয়েকদিনে এ ধরনের লীলা কাণ্ড দেখে কপালে চিন্তার ভাঁজ নেতৃত্বের।