অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পথচারীর৷ দূর্ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার পদ্মবিল এলাকায়৷ নিহত ব্যক্তির নাম অমর চাঁন সরকার৷ বয়স ষাট বছর৷
বুধবার দুপুরে এই দূর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ জানা গিয়েছে, খোয়াইয়ের ধলাবিল সরকার পাড়ার বাসিন্দা অমর চাঁন সরকার পদ্মবিল এলাকায় রাস্তায় দিয়ে হেটে যাচ্ছিলেন৷ তখন আচমকা খোয়াই থেকে আগরতলাগামী একটি গাড়ি দ্রুত বেগে ছুটে যাওয়ার সময় পদ্মবিল এলাকায় পথচারী অমর চাঁন সরকারকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷
তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীদের৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা অমর চাঁন সরকারকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যার্থ করে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমর চাঁন সরকার৷ পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ খোয়াই থানায় এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে৷