তুলাশিখর কৃষি মহকুমায় সংকর জাতীয় ধান চাষে সহায়তা

অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর, ২০২৪: রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় তুলাশিখর কৃষি মহকুমায় ৫৫০ জন কৃষককে সংকর জাতীয় ধান চাষে সহায়তা দেওয়া হয়েছে।

এতে কৃষি মহকুমার ১৪০ হেক্টর জমি সংকর জাতীয় ধান চাষের আওতায় এসেছে। এজন্য প্রতি হেক্টরে ব্যয় হয়েছে ৯ হাজার টাকা। তুলাশিখর কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক অর্পণ দেববর্মা এ সংবাদ জানান।