অনলাইন ডেস্ক, ১ নভেম্বর, ২০২৪: ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলো এই গাঁজা পাচারকারী। তার নাম ক্ষুদিরাম কর্মকার। বাড়ি আসামের নোয়াগাঁও জেলায় লঙ্কা এলাকায়।
জিআরপি থানার ওসি জানান, বৃহস্পতিবার তাকে জি আর পি এফ এবং আর পি এফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে আটক করেছে আগরতলা রেল স্টেশনের এক নং প্লাটফর্ম থেকে।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি শুকনো গাঁজা। পুলিশ তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে দিল্লি ফিরোজপুর থেকে গাঁজাগুলি নেওয়ার কথা ছিল।
এই গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ৭২ হাজার টাকা। পুলিশের ধারণা তার সাথে জড়িত রয়েছে আরও অনেকে। অভিযুক্তকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।