অনলাইন ডেস্ক, ১ নভেম্বর, ২০২৪: বুধবার রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের ৫ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা করেছে। এতে প্রতি বছর রাজ্য সরকারের অতিরিক্ত ৫০০ কোটি টাকা ব্যয় হবে। তা সত্ত্বেও রাজ্যের সরকারি কর্মচারীদের ৫ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা করা হয়েছে। এতে রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী ও পেনসনাররা উপকৃত হবে। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি।
বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আরও জানান বিগত দিনেও রাজ্যে সরকার ছিল। তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন সরকারি কর্মচারীদের বেশি বেতন দেওয়া হলে, তারা বেশি করে খাবে। আর বেশি করে খেলে সরকারি কর্মচারীরা ডায়াবেটিস রোগে আক্রান্ত হবে।
২০১০ সালে ঋষ্যমুখের তৎকালীন বিধায়ক তথা মন্ত্রী বাদল চৌধুরী সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিরোধীতা করে বলেছিলেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে বেকারদেড় কর্মসংস্থান করা যাবে না। এই ভাবে রাজ্যের সরকারি কর্মচারীদেড় সাথে বঞ্চনা করেছিল তৎকালীন বাম সরকার। ২০১৪ সালে তৎকালীন কৃষি মন্ত্রী অঘোর দেববর্মা বলেছিলেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে বিলেতি মদের দোকানে লাইন লম্বা হবে।
রাজীব ভট্টাচার্য আরও বলেন ২০১৫ সালে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা বিশ্বাস ঘাতক। এক শ্রেণীর সরকারি কর্মচারী চোর ও এক শ্রেণীর সরকারি কর্মচারীরা খবর প্রচারক। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের সরকারি কর্মচারীদের কোন ধরনের আন্দোলন করতে হয় নি। সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে সরকারি কর্মচারীরা স্বাধীন ভাবে কাজ করতে পারছে।
বর্তমানে সরকারি কর্মচারিদের কোন ধরনের চাঁদা দিতে হয় না বলে দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন বাম আমলে সরকারি কর্মচারীদের মাঠে নামিয়ে মিছিল মিটিং করাতো। দীপাবলির উপহার হিসাবে মুখ্যমন্ত্রী বুধবার ঘোষণা দেন টিএসআর জওয়ানদের রেশন মানি ১ হাজার থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা করা হবে।
ড্রেস অ্যালাউন্স ১০ হাজার থেকে বৃদ্ধি করে ১২ হাজার টাকা করে দেওয়া হবে। প্রতিটি টিএসআর বাহিনীর সদর দপ্তরে জিম সেন্টার চালু করার জন্য ৫ লক্ষ টাকা করে প্রদান করা হবে। টিএসআর বাহিনীতে মেডিক্যাল অফিসারের সাম্মানিক ভাতা ৬০ হাজার টাকা করে প্রদান করা হবে। এডহক পদ্ধতিতে ২৪০ জন টিএসআর জওয়ানের পদোন্নতি, টিএসআর ক্যাম্প ও ব্যারেক সংস্কারের জন্য ৫ কোটি টাকা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ঘোষণা দিয়েছেন।
তার জন্যও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপি সভাপতি এইদিন রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন বামফ্রন্ট সরকারের সময়ে নারী গঠিত অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য প্রথম স্থানে ছিল। বর্তমান সরকারের সময়ে নারী গঠিত অপরাধ অনেকটা হ্রাস পেয়েছে। এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতির সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা।