দীপাবলি ও শ্যামা মায়ের পূজা উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক, ১ নভেম্বর, ২০২৪: রাজধানীর প্রগতি রোড স্থিত মেহের কালী বাড়িতে অন্যান্য বছরের ন্যায় এই বছরও শ্যামা মায়ের পূজার আয়োজন করা হয়েছে। আগরতলা শহরের কৃষ্ণনগর প্রগতি রোড এলাকার ঐতিহ্যবাহী কালী বাড়ি মেহের কালীবাড়ি। ভক্তকুলের বিশ্বাস মা জাগ্রত।

এখানে মায়ের কোন প্রতিরূপের পূজা করা হয় না, এখানে পূজিত হয় ঘট। প্রত্যেক দিনে ভক্তরা উপস্থিতি হয় এই কালীমন্দিরে। দীপাবলি উপলক্ষে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হবে শুক্রবার। এই দীপাবলিকে সামনে রেখে দুঃস্থদের মুখে হাসি ফুটাতে শাড়ি তুলে দেওয়া হয়।

বুধবার এই বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, শুক্রবার মেহের কালীবাড়িতে পূজার্চনা হবে। মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করা হবে।

পূজাকে সামনে রেখে আজ যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এর জন্য উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান সাংসদ। তবে প্রতিবছর অত্যন্ত নিয়ম নিষ্ঠা ভাবে এই মন্দিরে মায়ের পূজায় ব্রতী হন সব অংশের মানুষ।