অনলাইন ডেস্ক, ২ নভেম্বর, ২০২৪: স্মার্ট সিটিতে জল চুরির ঘটনায় তীব্র জল সংকট সৃষ্টি হয়েছে রামনগর এলাকায়। এই অভিযোগটি তুলেছে রামনগরবাসী। দুর্গাপূজার সময় থেকে এই জলসংকট চলছে এলাকায়।
বহুবার রাজধানীর শিশু বিহার স্কুল সংলগ্ন জল বিভাগ অফিসে অভিযোগ জানাতে গেলে কর্মীরা জানান ইতিমধ্যে বহুবার এলাকায় গিয়ে মাটি কুড়ে জলের পাইপ খটিয়ে দেখা হয়েছে, কিন্তু কোথাও পাইপ ফাটেনি। কোন ধরনের যান্ত্রিক গোলযোগও নেই।
তারপর দপ্তরের কর্মীরা বুঝতে পারে এলাকায় পাম্প মোটর দ্বারা জল নেওয়ার প্রবণতা বেড়েছে। যার ফলে জল সংকট সৃষ্টি হয়েছে। কর্মীদের কাছ থেকে এ ধরনের বক্তব্য শুনতে পেয়ে হতাশ সাধারণ মানুষ। কারণ জল ছাড়া এক মুহূর্ত ঘরের কাজ করা সম্ভব নয়।
এলাকাবাসী দাবি করেছে অবিলম্বে সমস্যার নিরসন করতে বাড়ি বাড়ি অভিযান চালানো হোক। যারা এভাবে জল তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য। জল সংকটে মুখ থুবড়ে পড়েছে বাড়ি ঘরের দৈনন্দিন জীবন যাত্রা।