অনলাইন ডেস্ক, ২ নভেম্বর, ২০২৪: ঘরের দরজা ভেঙ্গে সিআরপিএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। ঘটনা বিশালগড় রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানাযায় সিআরপিএফ জোওয়ান শাহ আলম ওরফে হানিফ মিয়ার স্ত্রী ছেলেকে নিয়ে বৃহস্পতিবার বাপের বাড়িতে যান।
কারন ওনার মায়ের শরীর খারাপ। হানিফ মিয়ার স্ত্রী জানান তিনি ঘরের দরজায় থাকা তালার চাবি দিয়ে যান দেওরকে। শনিবার দুপুরে ওনার দেওর ওনাদের বাড়িতে এসে দেখতে পায় চোরেরা ঘরের দরজা ভেঙ্গে ঘর থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে। সাথে সাথে ঘটনার বিষয়ে হানিফ মিয়ার স্ত্রীকে জানায়। বাড়িতে ছুটে আসেন হানিফ মিয়ার স্ত্রী।
তিনি জানান চোরেরা ওনার ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে। সাথে সাথে তিনি বিশালগড় থানার পুলিশকে খবর দেন। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।