মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান আয়োজিত

অনলাইন ডেস্ক,০৩ নভেম্বর, ২০২৪: ভাইয়ের দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দেন৷ পাশাপাশি বোনেদের সুখ, সমৃদ্ধি ও সুরক্ষায় ভাইয়েরাও অঙ্গিকারবদ্ধ হন। ভ্রাতৃদ্বিতীয়া আমাদের পরম্পরা।

আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রীতি ও পরম্পরা মেনে আয়োজিত ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার মঙ্গল কামনা করে ভাইফোঁটা দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বোনেরা৷

মুখ্যমন্ত্রী ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যলগ্নে বোনেদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সর্বাঙ্গীন বিকাশ ও তাদের আর্থ সামাজিক মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। মহিলাদের কল্যাণ ও সুবিধার্থে রাজ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

Recent Posts