সারা দেশের সাথে রাজ্যও পালন ডিওয়াইএফআই -র ৪৫ তম প্রতিষ্ঠা দিবস

অনলাইন ডেস্ক,০৩ নভেম্বর, ২০২৪: ৩ নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস। এদিন শুরুতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। সকলে শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

 

ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক বলেন, আজ ডি ওয়াই এফ আই -র ৪৫ তম প্রতিষ্ঠা দিবস। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য দিনটি উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে এদিন রক্তদান শিবির, হলসভা সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। তিনি বলেন বর্তমানে যুবকদের সবচেয়ে বড় কঠিন সময় চলছে।

স্বাধীনতার পর এই সময় সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বেকারদের কাছে। কারণ এই সরকারের আমলে বেকাররা কাজ পাচ্ছে না। কর্মসংস্থানের দরজা পুরোপুরি ভাবে বন্ধ করে দিচ্ছে। যেমন দিল্লী তেমন ত্রিপুরা। শুধু তাই নয় এ সরকার রাজ্যের এবং দেশের যুবকদের নানাভাবে বিপদগামী করছে।

তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষা, কর্মসংস্থানের দাবি এবং নেশার বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তোলার। আগামী দিন এই দাবিগুলিকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনে নামবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। এমনটাই জানিয়েছেন তিনি। পরবর্তী সময় যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।