ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে লিভারপুল

অনলাইন ডেস্ক,০৩ নভেম্বর, ২০২৪: নিজেদের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্নে স্লটের দল। অ্যানফিল্ডে নেমেছিল লিভারপুল–ব্রাইটন।

১৪তম মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ফার্দি কাদিগলু। সিটির মতো লিভারপুল যখন বিরতিতে যায় তখন ০–১ গোলে পিছিয়ে থেকে লিভারপুল । তবে দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে একটি দুর্দান্ত ফাইটব্যাক ব্রাইটন দলের বিরুদ্ধে জয় এনে দেয় স্লটের দলকে।

দুই মিনিটের মধ্যে কোডি গাকপো এবং মোহাম্মদ সালাহর গোলের সুবাদে ব্রাইটনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের মাধ্যমে লিভারপুল প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরে গেছে।

৬৯ মিনিটে সমতা এনে দেন কোডি গাকপো, এর তিন মিনিট বাদেই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। শেষ পর্যন্ত ২–১ ব্যবধানের স্বস্তি নিয়েই ম্যাচ শেষ করে লিভারপুল। তিন পয়েন্টের এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে স্লটের দল।