অনলাইন ডেস্ক, ১২ নভেম্বর ২০২৪। উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ। সীমান্ত বাহিনী এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে অবাধে চলছে এই অনুপ্রবেশ। বিভিন্ন সময় দালালদের জালে তুলে প্রশাসন সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসলেও অনুপ্রবেশ রুখতে পারছে না।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে তিন বাংলাদেশী মহিলাকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। এদিন দুপুরে তাদেরকে আটক করা হয়। ধৃতরা অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে।
ধৃতরা ট্রেনে করে বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে গিয়েছিল। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানা ধৃতরা হল হাসনা হেনা, কুলসোম বেগম ও স্বপ্না আক্তার।
ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।