অনলাইন ডেস্ক,১৫ নভেম্বর, ২০২৪: ককবরক ভাষা রোমান হরফে চালুর দাবিতে শুক্রবার তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিক্ষোভকারীরা শিক্ষা দপ্তরের গেট বন্ধ করে স্লোগান তুলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিক্ষোভ স্থলে উপস্থিত টিএসএফ -এর সহ-সভাপতি জন দেববর্মা জানান, দীর্ঘ ৪০ বছর ধরে ককবরক ভাষাকে রোমান হরফে চালু করার জন্য দাবি করে আসছে জনজাতি অংশের মানুষ। বহুবার সরকারের উদ্দেশ্যে স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দাবি পূরণ হয়নি। সরকারের কোথায় সমস্যা সে বিষয়েও কোনো রকম উল্লেখ করছে না।
তাই আজকে বিক্ষোভ কর্মসূচি করার পেছনে মূলত উদ্দেশ্য হলো যাতে এই দাবির বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত হন। দ্রুত এই দাবি পূরণ করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। বিক্ষোভকারীদের অভিমত ককবরক ভাষা রোমান হরফে চালু করা হলে ভাষার সংরক্ষণ এবং সম্প্রসারণে সহায়ক হবে।