নাইজেরিয়ার মারাঠি সম্প্রদায় নিজস্ব শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার জন্য প্রশংসা অর্জন করল ভারতের প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর, ২০২৪: নাইজেরিয়ায় বসবাসকারী মারাঠিদের বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রবাসী হলেও নিজস্ব শিকড় ও সংস্কৃতিকে তাঁরা বিস্মৃত হননি।

মারাঠি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দানে তাঁরা বিশেষ আনন্দ প্রকাশই করেছেন। এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন:”নাইজেরিয়ার মারাঠি সম্প্রদায় মারাঠি ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশেষ ভাবে উচ্ছ্বসিত। যে ভাবে তাঁরা নিজস্ব মূল ও সংস্কৃতিকে আজও ধরে রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

 

PIB