যুব বিকাশ কেন্দ্রের হেরিটেজ উৎসবের উদ্বোধন, যুবারাই আগামীদিনে দেশকে দিশা দেখাবে : মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২১ নভেম্বর, ২০২৪: যুবক-যুবতীরা আমাদের দেশের মূল সম্পদ। এই সম্পদ দেশের শক্তি। এই যুবারাই আগামীদিনে দেশকে দিশা দেখাবে। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ৭দিনব্যাপী হেরিটেজ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যুব শক্তিকে দেশের মূল শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন৷ শুধুমাত্র রক্তের মাধ্যমেই সম্পর্ক তৈরি হয় না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হয় সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির বিনিময়ের মাধ্যমে৷ মুখ্যমন্ত্রী বলেন, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও পরম্পরা আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে। আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির পরম্পরা সমগ্র বিশ্বে সমাদৃত।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৭দিনব্যাপী এই উৎসবের সাফল্য কামনা করে বলেন, হেরিটেজ উৎসবে দেশের বিভিন্ন রাজ্যের যুবক যুবতীরা অংশ নিয়েছে। তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি এখানে পরিবেশিত হবে। এতে দেশের ঐক্য আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, বিকশিত ভারত গড়ে তুলতে দেশের যুবক যুবতীদের এগিয়ে আসতে হবে। তবেই আগামীদিনে এক সমৃদ্ধ ভারত গড়ে উঠবে।

অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী যুব সম্প্রদায়কে বৃক্ষ রোপণ কর্মসূচি, দূষণ মুক্ত পরিবেশ ও নেশামুক্ত সমাজ গঠনেও এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার। তাছাড়াও বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, নতুনদিল্লির বিশ্ব যুব কেন্দ্রের সিইও উদয় শঙ্কর সিং, যুব বিকাশ কেন্দ্রের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তপন লোধ প্রমুখ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন যুব বিকাশ কেন্দ্রের অর্গানাইজিং সেক্রেটারি পিংকু দাস। উল্লেখ্য, এবছর হেরিটেজ উৎসবে দেশের ২৪টি রাজ্যের যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

Recent Posts