অনলাইন ডেস্ক, ২১ নভেম্বর, ২০২৪: বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার হয় তেলিয়ামুড়া থানাধীন দশমিঘাট বাইশঘরিয়া ব্রীজ সংলগ্ন খোয়াই নদীর জলে। বৃহস্পতিবার সকালে ব্রিজ সংলগ্ন এলাকায় খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক জেলের চোখে পড়ে নবজাতক এই শিশুর মৃতদেহ।
ওই ব্যাক্তির চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে এসে দেখতে পায় একটি নবজাতকের মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায় ও তেলিয়ামুড়া দমকল দপ্তরে।
পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।এদিকে এই ঘটনার তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। উল্লেখ্য, কিছুদিন পর পর তেলিয়ামুড়া শহরে নবজাত শিশুর উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।