অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৪: বাউল লালন হলেন বাউল গানের স্রষ্টা। সমস্ত ধর্ম, বর্ণ ও সাম্প্রদায়িকতার উর্ধ্বে ছিলেন বাউল লালন। তাঁর গান এখনও চিরন্তন। তাঁর রচিত গান ও সুর আমাদের মুক্তির স্বাদ দেয়। আজ পুরাতন আগরতলা ব্লকের দেবরামঠাকুর পাড়া গ্রাম পঞ্চায়েতের সেন পাড়ার সংস্কৃতি হাটে লালন উৎসবের উদ্বোধন করে বিধায়ক রতন চক্রবর্তী একথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, লালন হলেন এমন এক কালজয়ী বাউল শিল্পী যাঁর সুর ও গান আজও আমাদের সমাজে অমর হয়ে আছে৷ অনুষ্ঠানে বিধায়ক শ্রী চক্রবর্তী আরও বলেন, লালন উৎসব আজ এই সংস্কৃতি হাটকে আরও সমৃদ্ধ করেছে। একটি অন্ধকারে পড়ে থাকা গ্রামকে আলোর দিশা দেখিয়েছে। এক সুস্থ সংস্কৃতির বাতাবরণ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বাংলা সংস্কৃতি বলয়ের সহযোগিতায় লালন উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী বলেন, লালন উৎসবের মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটে। এই উৎসব আয়োজন করায় তিনি তথ্য ও সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, গ্রামীণ কৃষ্টি-সংস্কৃতি ও পরম্পরা তুলে ধরতে এ ধরনের উৎসব সহায়ক ভূমিকা নেবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণারাণী দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যা কামনা সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা অমৃত দেববর্মা। লালন উৎসব উপলক্ষে শতাধিক শিল্পী ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সংগীত ও নৃত্য পরিবেশন করেন।