অনলাইন ডেস্ক, ২৫ নভেম্বর, ২০২৪: ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেছেন, এই দিনটিতে আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত এবং নাগরিকদের অধিকার ও দায়িত্বের ভিত্তি হিসেবে ভারতের সংবিধান গৃহীত হওয়ার দিন হিসেবে স্মরণ করি।
এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সংবিধান প্রণেতারা কি উদ্দেশ্য ও মূল্যবোধ নিয়ে সংবিধান প্রণয়ন করেছিলেন। এতে নিহিত রয়েছে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের ভাবনা। এই উপলক্ষে আমরা দেশের স্বাধীনতা অর্জনের আন্দোলন ও আত্মত্যাগকেও স্মরণ করি।
রাজ্যপাল বলেন, আমাদের সংবিধান শুধুমাত্র একটি আইনী দলিল নয়, এক ঐক্যবদ্ধ ও প্রগতিশীল সমাজের পথপ্রদর্শকও। সংবিধান প্রতিটি ব্যক্তিকে ক্ষমতায়িত করে তার আত্মমর্যাদা ও স্বাধীনতাকে সুরক্ষিত করে। আসুন আমরা অন্যদের অধিকারকে মর্যাদা দিয়ে দায়িত্ববান নাগরিকের ভূমিকা পালন করি এবং মহান রাজ্য ও দেশ গঠনের কাজে যোগদান করি। এই দিনটিতে সংবিধানের নীতিমালাকে ঊর্দ্ধে তুলে ধরার জন্য অঙ্গীকারবদ্ধ হতে এবং সকলের জন্য এক উজ্জ্বল ভবষ্যৎ গঠনের লক্ষ্যে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল।