অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৪: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যে সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশের মানুষ এসমস্ত প্রকল্পের সুফল পাচ্ছেন। আজ গকুলনগরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় পার্থ দেববর্মার নবনির্মিত মৎস্য খাদ্য উৎপাদন কারখানার উদ্বোধন করে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।
অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী বলেন, রাজ্যে মৎস্য চাষের সম্প্রসারণ ও মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এই প্রকল্পটি রাজ্যে যাতে যথাযথভাবে রূপায়িত হতে পারে সেই লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায় সেজন্য নিয়মিতভাবে দপ্তরের পক্ষ থেকে পর্যালোচনা বৈঠকও করা হচ্ছে। অনুষ্ঠানে দু’জন মৎস্যজীবিকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ফিস কিয়ক্স দেওয়া হয়। মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
গকুলনগরে মৎস্যখাদ্য উৎপাদন কারখানাটি উদ্বোধন করা ছাড়াও গকুলনগর রাস্তারমাথা সন্নিকটে বিশালগড় মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয়টি পরিদর্শন করেন এবং মহকুমায় মৎস্য দপ্তরের বিভিন্ন কাজকর্মের খোঁজখবর নেন। এছাড়া তিনি দেবীপুর ক্যাটেল ফার্মটিও পরিদর্শন করেন।
সফরকালে প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রীর সঙ্গে ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, বিশালগড় মহকুমার মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী প্রমুখ।