অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৪: ঊনকোটি জেলায় ২৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে ঊনকোটি কলাক্ষেত্রে জেলা ভিত্তিক বেস্ট আশা ও আশা ফেসিলিটেটর পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন মাননীয়া চপলা দেবরায় মহোদয়া।
উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ শীর্ষেন্দু চাকমা এবং জেলার আশা নোডাল অফিসার ডঃ অয়ন রায় সহ অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আশা নোডাল অফিসারগণ। একই সাথে উপস্থিত ছিলেন জেলার আশা কৰ্মী, আশা ফেসিলিটেটর ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির কর্মী বৃন্দ।
স্বাস্থ্য ক্ষেত্রে ভালো কাজের নিরীখে অনুষ্ঠানে মোট ৫ জন আশা কর্মী মাম্পি দেবনাথ, জয়া পাল, আরতি দেবনাথ, রুমা রানী দেবনাথ, বিজয়লক্ষ্মী চাকমা- প্রত্যেককে ৩০০০ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। একই সাথে ৩ জন আশা ফেসিলিটেটর রিনা সরকার, অমৃতা সিনহা ও মৌসুমী দেবনাথকে ৩০০০ টাকা করে ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে আশাকর্মীরা ও আশা ফেসিলিটেটররা মত বিনিময় করেন। ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।