কিশোরী বয়সে গর্ভাবস্থা, সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতে আলোচনা সভা

অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর, ২০২৪: ঊনকোটি জেলার সমরুরপাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত অফিসে গত ২৬ নভেম্বর কিশোর বয়সে গর্ভধারণের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সমরুরপাড় ও মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এর প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি সহ ওয়ার্ড মেম্বাররা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যকর্মীরা সমাজের কিশোরী বয়সে বা টিন এইজ গর্ভাবস্থার কু প্রভাব সম্পর্কে আলোচনা করেন। কিশোরী বয়সে বা টিনএইজ গর্ভাবস্থার ফলে মায়ের কি কি ঝুঁকির সম্মুখীন হতে হয় সে বিষয়ে আলোকপাত করা হয়। স্বাস্থ্যকর্মীরা কিশোরী বয়সে বা টিনএইজ গর্ভাবস্থা রুখতে প্রতিটি কিশোরীর অভিভাবকদের সজাগ দৃষ্টিভঙ্গী রাখার আহ্বান জানান।

কিশোরী বয়সে বা টিনএইজ গর্ভাবস্থা এড়ানোর পদ্ধতিগুলি নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করা হয়। কিশোরী বয়সে বা টিন এইজ গর্ভধারণ যে কতটা বিপজ্জনক হতে পারে এ বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যকর্মীরা আলোচনা করেন। এই সভায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমপিডব্লিও দুর্গেশ মালাকার, আশাকর্মী ও অঙ্গনওয়াড়িকর্মী উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Recent Posts