অনলাইন ডেস্ক, ২৬ নভেম্বর,২০২৪: সারা রাজ্যের সঙ্গে সচিবালয়েও আজ সংবিধান দিবস পালন করা হয়। এ উপলক্ষে বিধানসভার সম্মুখে ড. বি আর আম্বেদকরের মর্মর মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য, মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, পরিকল্পনা দপ্তরের সচিব এল টি দারলং, পরিবহণ দপ্তরের সচিব সি কে জমাতিয়া সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ এবং সচিবালয়ের বিভিন্নস্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মুখ্যসচিব জে কে সিনহা সহ অন্যান্য অতিথিগণ ভারতের সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলী প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা সংবিধানের প্রস্তাবনা পাঠ করান।