প্রদেশ বিজেপি কার্যালয় নির্মাণ কাজের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর, ২০২৪: রাজ্যে সরকার গঠনের প্রায় সাত বছর পর স্থায়ীভাবে প্রদেশ বিজেপি কার্যালয় নির্মাণ করা হবে বড়জলা বিধানসভা কেন্দ্রের নতুন নগর এলাকায়। প্রায় দুই কানি জায়গা জুড়ে নির্মাণ করা হবে বিজেপির রাজ্য কার্যালয়। ইতিমধ্যে জায়গা ক্রয় করে মাটি ভরাট করে জায়গা সমান করা হয়েছে।

২২ ডিসেম্বর রাজ্য বিজেপি কার্যালয় নির্মাণের জন্য শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই দিনই অনুষ্ঠিত হবে ভূমি পুজন। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার প্রস্তুতির কাজ সরজমিনে খতিয়ে দেখেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস। সাথে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস জানান ছিনাইহানি প্রায় ২ কানি জায়গা ক্রয় করা হয়েছে বিজেপির রাজ্য কার্যালয় নির্মাণের জন্য। ২২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপি কার্যালয় নির্মাণের জন্য শিলান্যাস করবেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হবে চার তালা বিশিষ্ট প্রদেশ বিজেপি কার্যালয়। তবে বলার অপেক্ষায় রাখে না প্রদেশ বিজেপি কার্যালয় শহরের প্রাণকেন্দ্র থেকে অনেকটাই দূরে হচ্ছে।

যতদূর জানা যায় এই দলীয় কার্যালয় নির্মাণ করতে কয়েক কোটি টাকা ব্যয় করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে ডাবল ইঞ্জিন সরকার। দলীয় কর্মীদের বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই প্রদেশ কার্যালয় নির্মাণ হবে অত্যাধুনিকভাবে। ভেতরে থাকবে দলীয় নেতৃত্বদের জন্য পৃথক ভাবে দলীয় কর্মসূচি করার জায়গা। একই সঙ্গে থাকবে কনফারেন্স হল, ভিআইপিদের থাকার বন্দোবস্ত, লাইব্রেরি এবং আন্ডারগ্রাউন্ডের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।